দাবদহ লাইভ ইন্দ্রানী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে শুরু তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের ভোট প্রচার। তবে ঘোষণার আগেই শুরু হয়ে গেছে প্রতিটা ওয়ার্ডের অলিগলিতে দেওয়াল লিখনের কাজ। আবার কোথাও শাসকদলের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের ব্যানার, ফ্লেক্স নিয়ে ঢাক ঢোল বাজিয়ে চলছে পদযাত্রা। নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী ভোট শুরু ১৯শে এপ্রিল, আর শেষ হবে ১লা জুন। ৪ঠা জুন ভোট গণনা। ফলে বিরোধী থেকে শাসক সবার হাতেই প্রচারের জন্য এখন প্রচুর সময়। প্রায় আড়াই মাস ধরে চলবে ২৪ এর লোকসভা নির্বাচন। তবুও কেউই প্রচার হোক বা ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে, পিছিয়ে থাকতে রাজি নয়। এক আঙ্গুল জমি ছাড়তেও নারাজ বিরোধী থেকে শাসকদল। এদিন মধ্যমগ্রামেও শুরু হলো ভোট প্রচারের কাজ। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিষ্ণু অর্থপ্রাপ্তির বহি:প্রকাশ সহ পদযাত্রার মধ্য দিয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: কাকলি ঘোষদস্তিদারের প্রচার শুরু করলেন মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ২৪ নং ওয়ার্ড এর জনপ্রতিনিধি সুতপা ব্যানার্জি সহ কর্মী-সমর্থক ও এলাকার অগুণতি মা বোনেরা। এদিনের মিছিল থেকে সিএএ ও ভোটবক্সে সন্দেশখালির প্রভাব নিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে বিবৃতি দিলেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জি। কি বললেন তিনি? জানতে হলে চোখ রাখুন আমাদের ডিজিটাল (ইউটিউব) চ্যানেলের পর্দায়।
May 20, 2022
|
No Comments















