লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা ও প্রচার
দাবদাহ লাইভ ইন্দ্রাণী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : ২০২৪ এর লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরই প্রচারের তোড়জোর শুরু। যদিও ইলেকশন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সাত দফার এই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলবে প্রায় আড়াই মাস ধরে। যার প্রথম দফার ভোট শুরু আগামী ১৯শে এপ্রিল। নির্বাচন চলবে ১লা জুন অব্দি, আর ৪ঠা জুন হবে ভোট গণনা। ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের নিয়ে পদযাত্রার মাধ্যমে বিভিন্ন লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের জোরকদমে প্রচার শুরু। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জনকল্যাণমুখী প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার। যার ভাতা সম্প্রতি ৫০০ টাকা থেকে বৃদ্ধি হয়ে ১০০০ টাকা করা হয়। আর সেই প্রকল্পের আওতাধীন মহিলাদের সাথে নিয়ে আজ মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনা ও ওয়ার্ডের জনপ্রতিনিধি সুতপা ব্যানার্জির উদ্যোগে এক পথযাত্রার আয়োজন করা হয়। যার মধ্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পাধীন মহিলাদের বর্ধিষ্ণু অর্থপ্রাপ্তির আনন্দের বহিঃপ্রকাশ ও বারাসাত লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা: কাকলি ঘোষদস্তিদারের প্রচার শুরু হয়। এদিন প্রচারের মিছিলে শামিল হন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জি সহ দলের কর্মী-সমর্থক ও ওয়ার্ডের মহিলাবাহিনী। এছাড়াও এদিনের পদযাত্রায় পা মেলান এলাকার অগুনতি মানুষ। প্রচারের স্বার্থে নানান ফ্লেক্স, ব্যানার ও সর্বোপরি এলাকার মেয়েদের লক্ষ্মী রূপে সাজিয়ে ঢাক বাদ্যি সহযোগে পুরো ওয়ার্ড জুড়ে চলে প্রথম দিনের প্রচারপর্ব। এদিনের মুল কর্মসূচি নিয়ে কি বললেন ২৪ নং ওয়ার্ডের পৌরমাতা সুতপা ব্যানার্জি জানতে চাইলে চোখ রাখুন আমাদের ডিজিটাল (ইউটিউব) চ্যানেলের পর্দায়।













