উত্তরবঙ্গ উন্নয়নের অর্থানুকুল্যে ব্রীজের শিলান্যাসে মেয়র
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডে মোড়বাজার এলাকায় লোহার ব্রিজ তৈরি করা হয়েছিল। শিলিগুড়ি পুরো নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছিল এই লোহার ব্রিজ। তবে বহু পুরনো এই ব্রিজ। এই সেতুটির পরিস্থিতি বর্তমানে মোটেও ভালো নয়। যাতায়াত করতে ওই এলাকার মানুষদের যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হত। বেশ কিছুদিন ধরেই ওই এলাকার বাসিন্দারা নতুন ব্রিজ তৈরি করার দাবি জানাচ্ছেন। অবশেষে তাদের সেই দাবি অনুযায়ী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে নতুন ব্রিজের শিলান্যাস করা হলো। এদিন সকালে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব , ডেপুটি রঞ্জন সরকার, এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিমান চন্দ্র তফাদার সহ আরো অনেকেই। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব ব্রিজের কাজের শিলান্যাস করেন। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এই উদ্যোগের কারণে খুশি এলাকার বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

















