মালিকানার দাবীতে বাইক র্যালি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গের শিলিগুড়ির বিধান মার্কেটের জমির মালিকানার দাবীতে এদিন বাইক র্যালি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই মালিকানার দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা। বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম আন্দোলনের কর্মসূচি করেছেন। তবে আন্দোলন করলেও কোন সুরাহা হয়নি। তাই এদিন তারা অভিনব পন্থায় আন্দোলনে নামেন। এদিন সকালে কয়েকশো ব্যবসায়ী বাইক র্যালি করে এসজেডিএর অভিমুখে রওনা হন। উল্লেখ্য তারা বাইক রেলি করে সেখানে নিয়ে গিয়ে স্মারক লিপি জমা দেন। তবে বাইক র্যালি হলেও এদিন বিচার মার্কেট খোলা ছিল। ব্যবসা বন্ধ হয়নি প্রতিদিনের মতো আজও বিধান মার্কেটের বিভিন্ন দোকানগুলি খোলা ছিল।

















