গাছ কাটার ঘটনায় সরব শিলিগুড়ির বিধায়ক
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শহর শিলিগুড়ির অন্তর্গত এসএফ রোডে তৈরি করা হবে ফুড লেন। এসএফ রোডের দুই পাশে তৈরি করা হবে ফুড লেন। ওই এলাকায় রয়েছে বেশ কিছু পুরনো গাছ। তবে ফুড লেনের জন্যই বহু পুরনো গাছগুলি কেটে ফেলবার পরে রীতিমত প্রশ্নের মুখে শিলিগুড়ি পুরো নিগম। এই গাছ কেটে ফেলার ঘটনায় ক্রুদ্ধ হয়েছেন পরিবেশ প্রেমী সংগঠন সহ শহরের নাগরিকরা। উক্ত ঘটনায় সরব শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন অভিনব ভাবে এই ঘটনার প্রতিবাদ করা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল করেন বিধায়ক শংকর ঘোষ। এছাড়া যে গাছগুলি কাটা হয়েছে প্রতিটি গাছের গোড়ায় লাগিয়ে দেওয়া হয় প্ল্যাকার্ড। বিধায়ক শংকর ঘোষ বলেন গাছ কাটা ছাড়া বিকল্প কি কোন রাস্তা ছিল না? উক্ত ঘটনায় বনদপ্তর এর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

















