মাছ চাষের সামগ্রী প্রদান ভগবানপুরে
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, ভগবানপুর: মৎস্যজীবীদের মাছ চাষে উৎসাহ দিতে মাছ চাষের বিভিন্ন সামগ্রী প্রদান করল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। ১২ মার্চ কাজলাগড় ব্লক অফিসে এক অনুষ্ঠানে ত্রিশ জন মৎস্যজীবীর হাতে সাইকেল, হাঁড়ি, চারাপোনা, ওষুধ এবং জাল প্রদান করেন ভগবানপুর- ১ বি ডি ও বিকাশ নস্কর, ভগবানপুর- ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা এবং মৎস্য আধিকারিক বিবেকানন্দ মাইতি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর- ১ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ সুদীপ্ত মাইতি ও অন্যান্য কর্মাধ্যক্ষগন ও প্রশাসনিক কর্মকর্তারা।
মাছ চাষের সামগ্রী প্রদান ভগবানপুরে
0%

















