হাবড়া নবীন সংঘের মানবিক প্রয়াস
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: হাবড়া জানাফুল ডাক্তারখানা নবীন সংঘের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো উপলক্ষ্যে ২রা ও ৩রা মার্চ ‘সুর- তাল- ছন্দ’ শীর্ষক সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সবুজায়ন ও মেগা রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়া- ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কল্যাণব্রত দত্ত, বেড়গুম- ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা ঘোষ, উপপ্রধান অশোক শীল, মিঠুন ঘোষ, নিমাই ঘোষ, কাকলি চক্রবর্তী ও অভিষেক মুখার্জি, অমলেন্দু সোম সহ অন্যান্যরা। উপস্থিত বিশিষ্টজনেরা জনকল্যাণমুখী নবীন সংঘের বিভিন্ন কর্মকান্ডের ইতিবৃত্ত তুলে ধরে, উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন। সংঘের বিশেষ উদ্যোগপতি দেবব্রত চক্রবর্তী জানান, ‘আমরা ক্লাবের পক্ষ থেকে বছরভর রকমারি জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করে থাকি। এ বছর বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে প্রচুর ফলের চারাগাছ বিতরণ করেছি। আগামীতেও সুস্থ সংস্কৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সম্মিলিত ভাবে কাজ করে যাবো।’ এলাকার বহু আবাল- বৃদ্ধ – বণিতার উপস্থিতি ও উচ্চকিত কলতানে নবীন সংঘের দু’দিনের এই প্রয়াস সার্থক হয়ে ওঠে।

















