স্বাস্থ্য ও সচেতনতা শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ মানবাধিকার সংগঠন সিপিডিআর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার পক্ষ থেকে, মানবিক সচেতনতা শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সবুজ সংঘ ক্লাব ন’ পাড়া বারাসাতে। নারায়না মাল্টি স্পেশালিস্ট হসপিটাল এবং হোমিওপ্যাথি ডঃ অশোক পাল এর সহযোগিতায় সকাল ১০ টা থেকে ৩ টে পর্য্যন্ত ৬৫ জন এর বেশি মানুষের স্বাস্থ্য, সুগার, পেসার, ইসিজি পরিক্ষা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন এবং তারা আনন্দের সাথে জানান এই স্বাস্থ্য পরীক্ষা শিবির মাঝে মাঝে হলে আমাদের খুব ভালো হয়, সুবিধা হয় ,অনেকগুলো টেস্ট করানো হয় এবং বেশ কিছু টাকাও বেঁচে যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল ঘোষ এবং উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, প্রতাপ মন্ডল, প্রবীর মন্ডল সহ বিভিন্ন শাখার মানবাধিকার কর্মী সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।

















