পড়ুয়াদের ইয়ুথ পার্লামেন্ট পটাশপুরে
দাবদাহ লাইভ, পটাশপুর, অক্ষয় গুছাইত: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর- ১ ব্লকের কনকপুর সর্বমঙ্গলা সেবা উন সংঘের উদ্যোগে এবং কেন্দ্র সরকারের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শাখার ব্যবস্থাপনায় ২ টি স্কুল ও কনকপুর এলাকার ছাত্র ছছাত্রীদের নিয়ে জেলা স্তরীয় ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হলো ১লা মার্চ। এই অনুষ্ঠানে কেউ প্রধানমন্ত্রী, কেউ লোকসভার অধ্যক্ষ কেউবা আবার বিরোধী দলনেতা থেকে সংসদ সদস্য হিসাবে নিজেদের দক্ষতা তুলে ধরল সকলের সামনে। স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এই ইয়ুথ পার্লামেন্টে আলোচনার মূল বিষয় ছিল এক দেশ এক ভোট। এই নকল পার্লামেন্ট দেখতে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো। কনকপুর সর্বমঙ্গলা সেবা সংঘের মাঠে এই অনুষ্ঠানটি হয়। চাঁদপুর হরচরন বিদ্যাপিঠ থেকে ৪০০ জন, গোকুলপুর মদন মোহন বিদ্যাপিঠ থেকে ৬০০ জন এবং ওই এলাকার ৯০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে নেহেরু যুব কেন্দ্রর স্বেচ্ছাসেবকরা ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য মোটিভেশন বক্তব্য রাখেন। নেহেরু যুব কেন্দ্র তমলুক শাখার একজন সেচ্ছাসেবক শুদেসনা বেরা জানান প্রধান মন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিম রয়েছে এটি তার একটি অংশ।

















