নিরঙ্কারি মিশনের নদী সাফাই অভিযান
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ‘সচ জল সচ মন’ বার্তা নিয়ে সন্ত নিরঙ্কারি মিশনের তরফ থেকে এদিন মহানন্দা নদী সাফাই অভিযান করা হয়। সন্ত নিরংকারী মিশনের ভক্তবৃন্দরা বাবা হরদেব সিংজী মহারাজের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাফাই অভিযানের আয়োজন করেছে। শুধু শিলিগুড়ি নয় দেশের বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট মিশনের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা এই সাফাই অভিযানে সামিল হয়েছেন। উক্ত সাফাই অভিযান এদিন সকাল থেকে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে শিলিগুড়ি নিকটবর্তী বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ ভক্তবৃন্দের অংশগ্রহণ। সন্ত নিরংকারী মিশন আজ সারা ভারতের ১২০০ স্থানে এই অভিযানের আয়োজন করেছে। শিলিগুড়ি কর্পোরেশনের বোরো চেয়ারম্যান তথা দু’ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গার্গী চ্যাটার্জী, শিখা ঘোষ ও রামভজন মাহাতো এবং নিরংকারী মিশনের জোন নাম্বার ৪৭ এর জোনাল ইনচার্জ কে.এম. ছেত্রী এই অভিযানে উপস্থিত থেকে সকল অংশগ্রহণকারীকে অনুপ্রাণিত করেন। সংশ্লিষ্ট মিশনের সদস্যরা জানান আজ গোটা দেশ জুড়েই চলছে এই সাফাই অভিযান। মন ও জল পরিষ্কার থাকলে ভালো হয়। মন পরিষ্কার থাকলে উন্নতি হয় ঠিক তেমনি জল পরিষ্কার থাকলে তা অমৃত সমান। সেই বার্তা নিয়ে এই সাফাই অভিযান বলে জানা যায়।

















