নীল বাতির গাড়ি নিয়ে চৌর্যবৃত্তি, আটক ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো নীল বাতির গাড়ি চড়ে চৌর্যবৃত্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই ব্যাক্তিকে আটক করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার সল্টলেকের ‘ডাবল ই’ ব্লকের বাসিন্দা মহেন্দ্র নাথ সরকারের বাড়ি থেকে তিনটি জেনারেটর চুরি হয়েছে। এই মর্মে ১৮ই ফেব্রুয়ারি রবিবার বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহেন্দ্র বাবু। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর পূর্ব থানার পুলিশ। এরপর অভিযোগকারীর বাড়ি ও বিধান নগর এলাকার মোট ৩৭ টি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার ও নীল বাতি লাগানো গাড়িটিকে চিহ্নিত করা হয়। এরপর গত রবিবার রাতে বিধান নগরের বাসন্তী দেবী কলোনি এলাকা থেকে ওই গাড়ির চালক তপন রায়কে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিমল ব্যাপারী নামে ওপর এক অভিযুক্তর নাম জানতে পারে পুলিশ। এরপর দত্তপুকুর থানা এলাকা থেকে বিমল ব্যাপারীকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে নীল বাতি ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো WB 11C 0729 নম্বরের গাড়িটিকে। সূত্রের খবর গাড়িটি নবান্নে ভাড়া দেওয়া রয়েছে। গাড়িটির মালিক সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার সকাল এগারোটা নাগাদ অভিযুক্ত দুই ব্যক্তিকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। কার্যত ওই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।

















