Banner Top

নামখানায় পাট্টা বিতরণ

                   দাবদাহ লাইভ, নামখানা, নিজস্ব সংবাদদাতাঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সি এফ সি অর্থে নব নির্মিত ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং নামখানা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভূমিহীন সাধারণ মানুষের হাতে পাট্টা বিতরণ করা হয়। এবং তৎসহ একটি রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান। সুন্দরবন দপ্তর ও সুন্দরবন উন্নয়ন পর্ষদ উদ্যোগে কাকদ্বীপ শাখার আয়োজনে কৃষকদের দুই দিনব্যাপী  প্রশিক্ষণ শিবির এবং কৃষিজ উপকরণ বিতরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রীমন্ত মালি, প্রধান ও উপ প্রধান, বিডিও এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।

নামখানায় পাট্টা বিতরণ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment