শুরু হলো পুষ্প মেলা শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শুরু হলো পুষ্প মেলা। প্রতিবছর শিলিগুড়িতে ঘটা করে এই পুষ্প মেলার আয়োজন করা হয়ে থাকে। এ বছরও মহাসমরহে শুরু হলো পুষ্প মেলা। আজ ছিল মেলার শুভ উদ্বোধন। আগামী কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পুষ্প মেলা। এদিন মেলার শুভ উদ্বোধনের মুহূর্তে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আইসি শ্রীমতি শ্রাবণী দত্ত সহ আরো অনেকেই। মেলার প্রথম দিনই ভিড় ছিল চোখে পড়ার মত। মেলায় রয়েছে রংবেরঙের ফুল যা দেখলে দুচোখ ভরে যায়। বিভিন্ন রঙের বাহারি ফুলের সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে। প্রতিবছর শিলিগুড়ি র এই পুষ্প মেলা ঘিরে মানুষের বিশেষ আকর্ষণ থাকে। প্রতিবছরের মতো এ বছরও যথেষ্ট মানুষের সমাগম হবে এই বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট মেলা কর্তৃপক্ষ।

















