বেঙ্গল সাফারি পার্কে পশুরাজ সিংহের আগমন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বেঙ্গল সাফারি পার্কে পশুরাজ সিংহের আগমন। এদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পশুরাজ সিংহের আগমন ঘটেছে। ত্রিপুরার জিওলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। একটি সিংহর বয়স সাত বছর আরেকটি সিংহের বয়স যথাক্রমে পাঁচ। বেঙ্গল সাফারি পার্কে সিংহ এর আগমনে খুশির হাওয়া শিলিগুড়িতে। এমনিতেই বিভিন্ন জীবজন্তু ছিল বেঙ্গল সাফারি পার্কে এখন আগমন ঘটলো সিংহর। সেই কারণে বেঙ্গল সাফারি পার্কে পর্যটকের সংখ্যা বাড়তে পারে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। তবে সিংহ দুটিকে এখনই পর্যটকরা দেখতে পারবেন না। তাদের এনক্লোজারে রাখা হয়েছে। সিংহ দুটিকে যথেষ্ট তত্ত্বাবধানে রাখা হয়েছে যাতে তাদের কোন অসুবিধা না হয়। কিছুদিন পর পরিবেশের সাথে মানিয়ে নিলে তারপর থেকে তাদের দেখতে পারবে পর্যটকরা।

















