Banner Top

সরস্বতী ভ্যালেন্টাইন্স ডে 

                    দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  ১৪ই ফেব্রুয়ারি এবার উৎসবের পরিধি আরো বড়। একই দিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। উৎসবের আনন্দ আরো দুইগুণ হবে। একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, নবীন থেকে তরুণ সবার চলছে এই বিশেষ দিনটি উপলক্ষে জোরদার প্ল্যান। সরস্বতী পুজো মানে পলাশ ফুল আর ভ্যালেন্টাইনস ডে মানে গোলাপ ফুল। সরস্বতী পুজোর ক্ষেত্রে পলাশ ফুল অপরিহার্য। অপরদিকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্সডে তে ভালবাসা নিবেদন করার সার্থকথাই আলাদা। ইতিমধ্যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে হসপিটাল মোড় বিভিন্ন বাজার গুলিতে ফুলের দোকানগুলিতে দেখা যাচ্ছে পলাশ ফুল ও গোলাপ ফুলের সম্ভার। পলাশ ও গোলাপ ফুলের বাহারি ছটায় সৌন্দর্য বেড়ে গিয়েছে ফুলের দোকানগুলিতে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানিয়েছেন, এখনো সেই ভাবে পলাশ ফুল ও গোলাপ ফুল বিক্রি শুরু হয়নি তবে আশা করছেন এবার এই দুটি ফুল ভালোই বিক্রি হবে ।কারণ একই দিনে পড়েছে ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো তাই পলাশফুল ও গোলাপ ফুলের চাহিদা থাকবেই এই ব্যাপারে আশা করা যেতেই পারে। ইতিমধ্যেই সরস্বতী পুজোকে ঘিরে শিলিগুড়ি শহরে প্রস্তুতি তুঙ্গে। হসপিটাল মোড় থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সরস্বতী ঠাকুরের মূর্তি ধীরে ধীরে বিক্রি হচ্ছে। আগামীকাল পুজোর আগের দিন তাই আগামীকাল আরও বিক্রি বাড়বে এমনটাই মনে করছেন মূর্তি বিক্রেতারা। সব মিলিয়ে এই দিনে শিলিগুড়ি শহর বিরাট উৎসবের চেহারা নিতে চলেছে।

সরস্বতী ভ্যালেন্টাইন্স ডে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment