বিজেপি কর্মী বিক্ষোভ ও এস পি অফিস ঘেরাও
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ সন্দেদেশখালি কান্ডের প্রতিবাদে উত্তর ২৪ পরগণা জেলায় বিজেপির বারাসাত জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সহ জেলা পুলিশ অধিক্ষক অফিস ঘেরাও। পার্টির জেলা দপ্তর থেকে মিছিল সহযোগে এস অফিসের দিকে অভিযান। বিজেপির কর্মীরা বিক্ষোভে প্রথম ও দ্বিতীয় কর্ডন ভেঙে অবস্থানে বসেন। একে একে স্থানীয় নেতৃত্বরা সন্দেশখালির অত্যাচারের কাহিনী নিয়ে তীব্র প্রতিবাদ জানান। সেখ শাহজাহান সহ দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবীও জানান। অন্যথায় তীব্র আলদোলনের হুঁশিয়ারী দেন। বারাসাত সাংগঠনিক জেলা সহ-সভাপতি তুহিন মণ্ডল জানান, যতদিন না শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।


















