আধুনিক মৎস্য বিপনন প্রচার কর্মশালা
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, হিরণ ঘোষালঃ রাষ্ট্রীয় উৎপাদকতা পরিষদ নয়া দিল্লী শিল্পণালয়ের অধীনে ভারত সরকারের সহযোগিতায় আই সি এ আর, সি আই এফ আর আই, হাওড়া পাইকারী মাছের বাজার মৎস্য বিভাগ, পশুপালন দুগ্ধজাত মন্ত্রক ভারত সরকার কতৃক মৎস্য বিপননের পরিকাঠামোর উপর আলোচনা হয় ব্যারাকপুর মৎস্য গবেষণা কেন্দ্রে। উপস্থিত ছিলেন পাইকারী বিক্রেতা খুচরা সরকারী কর্মকার্তা সহ ২৫০ জন। মৎস্য ঘাতক উন্নয়নে দেশের আর্থ সামাজিক দখল করে আছে। মানব কল্যাণে অবদান রাখে। ভারতে মাছের উৎপাদন ২১-২২ সালে ১৬২৪.০ মিলিয়ন টন। ২২-২৩ সালে ১৭৫৪.০ মিলিয়ন। কর্মিশালায় সরকারী মাছের বিপনন ও পরিকাঠামো উন্নতির জন্য আলোক পাত করেন। আধুনিক মাছ বিপনন ব্যবস্থা প্রয়োজনীয়তা ও ১০ টি আন্তার্জাতিক বাজের বিপনন পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। নির্দেশক এস চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ নির্দেশক উপস্থিত ছিলেন।

















