নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন
দাবদাহ লাইভ, বারাসাত, বাসুদেব সেনঃ সম্প্রতি, বেলঘরিয়া নন্দননগর হাইস্কুলে অনুষ্ঠিত হল নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন – নবব্যারাকপুর মধ্যমগ্রাম শাখার ষোড়শতম বার্ষিক অনুষ্ঠান। সকাল দশটায় প্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি, সম্মেলনী সঙ্গীত ‘মোদের গরব মোদের আশা’ – অতুলপ্রসাদ – এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ব্যাজ, ফুলের স্তবক ও স্মারক দিয়ে অতিথিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। তারপর শাখার মুখপত্র ‘উল্কা’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। বিশেষ বক্তা ছিলেন সংস্হার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিল কুমার ধর। তিনি জানান শতবর্ষ পেরোনো এই সংগঠনের জন্য সবার গর্ব হওয়া উচিত। রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, নজরুল এমন সব মনীষীরা যে সংগঠনটির ভিত তৈরি করে দিয়ে গেছেন, তার অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সবাইকে আহ্বান করেন। শাখার কর্মাধ্যক্ষ বাদল সরকার এবং সভাপতি হরিদাস বালা তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি ও দেশের মধ্যে তাদের সুনাম যথেষ্ট অর্জন হয়েছে জানান। সাহিত্য সাধনার দীর্ঘদিন সাথী হিসেবে কয়েক জন গুণী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয়।তাঁরা হলেন, অমিত চট্যোপাধ্যায়, আদিত্য কুমার বিশ্বাস, বন্দনা চক্রবর্তী, অনিমেষ সাহা , রতন চক্রবর্তী। প্রীতি প্রসার ও কবিতা পাঠে শতাধিক সাহিত্য প্রেমি উপস্থিত হয়েছিলেন। সঞ্চালিকা জয়া বসু ও লীলাবতী বিশ্বাস সুন্দর ভাবে এই মহতী অনুষ্ঠান চালিয়েছেন। দেশের সর্বত্র ছড়িয়ে যাওয়া অশান্তির বাতাবরণে একমাত্র সৎ ও সুন্দর সাহিত্য সঙ্গীত ও মানসিক পরিকাঠামোর উন্নয়নের যে ভীষণ প্রয়োজন তা এই সভায় বারবার ঘোষিত হয়েছে।

















