জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক সেমিনার
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয় সাম্প্রতিক কালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সভাগৃহে। অনুষ্ঠানটিতে পৌরহিত্য করেন উত্তর ২৪ পরগণা জেলার মাননীয় জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া, অতিরিক্ত জেলা শাসকদ্বয়-নির্বাচন ও ভূমি ও ভূমি সংস্কার, স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মহা প্রবন্ধক ও সংশ্লিষ্ট দপ্তরগুলির জেলা আধিকারিকরা। জেলাশাসক তাঁর বক্তব্যে সুচারুভাবে সর্বাধিক জনসংখ্যা সমৃদ্ধ এই জেলার পাঁচটি মহকুমায় ভৌগলিক অবস্থানে চাহিদাভিত্তিক শিল্প ভবিষ্যতের কথা তুলে ধরেন। জেলার সুন্দরবন সন্নিহিত অঞ্চলের মৌমাছি পালক বা আন্তর্জাতিক সীমানায় অবস্থিত বনগাঁ মহকুমার হস্তশিল্পীদের উজ্বল সম্ভাবনার ছবি তুলে ধরেন জেলা শাসক। উদ্যোক্তাদের তরফে চেম্বার অব কমার্সের সচিব ও সভাপতি দুজনেই উদ্যোগীদের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের তৎপরতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া উদ্যোগীদের সমস্যা সমাধানে পুলিস প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগী, হস্তশিল্পী ও বিভিন্ন ম্যানেজমেন্ট ও ইঞ্জিনীয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

















