অমৃত স্টেশন প্রকল্পের কাজ পরিদর্শনে রেল আধিকারিক বারাসাতে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অমৃত স্টেশন প্রকল্পের কাজ পরিদর্শন করতে বারাসাত স্টেশনে আসেন পূর্ব রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সুমিত কুমার সরকার ও ডিআরএম দীপক কুমার নিগম। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যেই জেলার ১৫টি স্টেশন আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। তার মধ্যে বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশন এর নাম প্রথমদিকে না থাকলেও পরবর্তীতে বিচার বিবেচনার মধ্যে দিয়ে বারাসাত ও মধ্যমগ্রাম স্টেশনকেও আধুনিকীকরণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই দুটি স্টেশনে কাজ শুরু করা হয়েছে। বারাসাত স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বারাসাত স্টেশনে বসানো হয়েছে এসকেলেটর। সেটা ব্যাবহারও করছে জনসাধারণ। এদিকে জেলা সদর বারাসাত জংশন স্টেশনকে অত্যাধুনিক স্টেশনে রূপান্তর করার কর্মযজ্ঞ চলছে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে বসিরহাট এবং সীমান্ত সহ বনগাঁ শাখার ট্রেন লাইনে বিশেষ নজরদারিও রাখা হচ্ছে রেলের পক্ষ থেকে। তবে মডেল স্টেশনের জন্য আরও আধুনিকীকরণ করা হবে বলেই জানানো হয় রেলের পক্ষ থেকে। রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জানান, কেন্দ্রের অমৃত স্টেশন প্রকল্পের কাজ চলছে। ১৫ টি স্টেশনকে আধুনিকীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সর্বপ্রথমে ৬-৭ টি স্টেশনকে আধুনিকীকরন করা হবে। ইতিমধ্যে তার কাজও শুরু হয়েছে। প্রকল্পের কাজকর্ম কেমন চলছে, এদিন তা পর্যবেক্ষণ করতেই মুলত তারা আসেন। সময় সাপেক্ষে বারাসাত স্টেশনকে মডেল স্টেশনের রূপ দেওয়া হবে বলেও জানান। এছাড়া রেল দপ্তরে প্যাসেঞ্জারের পক্ষ থেকে যে সকল অভিযোগ জমা পড়ে তাও এদিন খতিয়ে দেখেন তারা। তবে প্যাসেঞ্জারের অভিযোগ খুবই কম আছে বলে জানান এদিন তিনি।


















