জেলা প্রশাসনিক এলাকাধীনে দুর্গন্ধ জঞ্জাল
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ জঞ্জাল মুক্ত বারাসাত শহর গড়তে স্থানীয় সাংসদ কাকলি ঘোষদস্তিদারের আর্থিক সহায়তায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার এই উদ্দ্যোগে এলাকাবাসী সচেতন বলে জানা যায়। যদিও কিছু কিছু স্থানে ময়লা আবর্জনা না ফেলার লিখিত আবেদন থাকা সত্ত্বেও বাসিন্দারা নোংরা রাখেন বলে পোরসভার অভিযোগ ওঠাই স্বাভাবিক। সম্প্রতি এই শহরের প্রাণ জেলা প্রশাসনিক এলাকাধীনে বেশ কয়েকদিনের দুর্গন্ধ জঞ্জাল স্তুপে গরু ঘুরছে আর মানুষের যাওয়ার সময়ে নাক বন্ধ করে যেতে হচ্ছে বলে অভিযোগ ওঠে।
জেলা প্রশাসনিক এলাকাধীনে দুর্গন্ধ জঞ্জাল
0%

















