জলপাইগুড়িতে ইস্টবেঙ্গলের নামে রাস্তা
দাবদাহ লাইভ, জলপাইগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির পর জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তার নামকরণ হয়ে গেল। নিঃসন্দেহে দারুন পদক্ষেপ, জলপাইগুড়ি পৌর সভার এক ঐতিহাসিক পদক্ষেপ বলা যেতেই পারে। ‘ইস্টবেঙ্গল সরণী’ নামক জলপাইগুড়ি কোতয়ালি থেকে বাবুপাড়ার বাবুঘাট হয়ে সুদৃশ্য রাস্তা খানি ঐতিহাসিক ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামকরণ হলো । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার নবী, আলভিটা ডিকুনো সহ ইস্টবেঙ্গলের বেশ কর্মকর্তাগণ। এদিন ধুমধাম করে রাস্তার নামকরণ হয়ে গেল শতাব্দি প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের নামে। এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার নবী, আল ভিটা ডিকুনো, মেয়র গৌতম দেব সহ আরো অনেকেই। মেয়র গৌতম দেব জানান ইস্টবেঙ্গল অনেক জুনিয়র প্লেয়ার উঠিয়েছে। এছাড়া সবারই সব সময় ভালো সময় যায় না খারাপ সময়ও যায়। ইস্টবেঙ্গলের ক্লাবের হোক খারাপ সময় গেছে তবে সেই সময় এখন অতিক্রান্ত হয়েছে। আবার স্বমহিমায় ফিরছে ইস্টবেঙ্গল।

















