Banner Top

বেড়াতে এসে ধর্ষণের শিকার দীঘায়

                                      দাবদাহ লাইভ, দীঘা, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলায় সৈকত নগরী দীঘাতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হলেন এক মহিলা পর্যটক। ছেলের সঙ্গে দিঘাতে  বেড়াতে এসেছিলেন এক মহিলা। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সেই দুষ্কৃতীদের  সাথে একটি বাইকে উঠেছিলেন মহিলা পর্যটক। অপর একটি বাইকে ছিলেন তার ছেলে।এরপর একটি ফাঁকা জায়গায় আটকে জোরপূর্বক তাদের টাকা-পয়সা ও সোনা দানা ছিনিয়ে নেওয়া হয়। তার পরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরো নির্জন জায়গায় পর্যটক মহিলাকে টেনে নিয়ে যায়। তার পর যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করার পাশাপাশি মহিলাকে  জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।  পুলিশ সূত্রে প্রাথমিকভাবে এমনটাই  জানা গেছে।  আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরী দীঘায়। ধর্ষিতা মহিলা পর্যটকের  বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুই জনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। আরো একজন ফেরার বলে জানা গেছে। ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারাটের নির্দেশ দেন। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানসে উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

বেড়াতে এসে ধর্ষণের শিকার দীঘায়
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment