Banner Top

উদ্ধার ১৪৫০টি কচ্ছপ

                                 দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  পাচারের পূর্বেই বিপুল পরিমান কচ্ছপ সহ দুজনকে গ্রেফতার করে বনদপ্তরের কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর দুটি পৃথক জায়গা থেকে কচ্ছপগুলি উদ্ধার করা হয়। বনদপ্তর সূত্রে জানা যায়, বিপুল পরিমান কচ্ছপ পাচার হতে চলেছে, গোপন সূত্রে খবরটি পেয়ে, বনগাঁর দুটি পৃথক জায়গায় অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। উদ্ধার হয় মোট ১,৪৫০ টি কচ্ছপ। উদ্ধারকৃত কচ্ছপের ওজন প্রায় ১,৬০০ কেজি। অবৈধভাবে কচ্ছপ পাচার চক্রে জড়িত থাকায় বাপ্পা হালদার ও সমীর মন্ডল নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে বনদপ্তর। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে এদিন দুপুর দেড়টা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হয় বনদপ্তরের পক্ষ থেকে।

উদ্ধার ১৪৫০টি কচ্ছপ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment