উদ্ধার হরিণের শিং সহ মাথা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ গোপন সূত্র অনুযায়ী অভিযান চালিয়ে তিনটি ছোট প্রজাতির হরিণের শিং সহ মাথা উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। গ্রেফতার হয় এক ব্যাক্তি। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার মছলন্দপুর ফাঁড়ি এলাকায় ঘটনাটি ঘটে। বনদপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে মছলন্দপুর থানা এলাকা থেকে তিনটি ছোট প্রজাতির হরিণের শিং ও মাথা উদ্ধার করে বনদপ্তর। পাশাপাশি ওই কারবারের সাথে যুক্ত মনোরঞ্জন সর্দার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বনদপ্তর। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন বেলা একটা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হয় বনদপ্তরের পক্ষ থেকে।

















