আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে এক আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভে সামিল হয় স্থানীয় এলাকাবাসী। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের গিলাবেড়িয়া এলাকায় অবস্থিত ২৭০ নম্বর আইসিডিএস সেন্টারের ঘটনা। অভিযোগকারী অভিভাবকদের কথায়, দীর্ঘদিন যাবত নোংরায় পরিপূর্ণ অস্বাস্থ্যকর স্থানে শিশুদের পড়াশোনা করানো হয়। অন্যান্য আইসিডিএস সেন্টারে শিশুদের খিচুড়ি, ভাত, ডিম জাতীয় পুষ্টিকর খাবার দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন যাবত গিলাবেড়িয়া এলাকার ২৭০ নম্বর আইসিডিএস সেন্টারের শিশুদের সেসব খাবারের বদলে প্রদান করা হচ্ছে নিম্নমানের ফ্যানের ভাত। যা খেয়ে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এই অভিযোগ তুলে এদিন সকাল ১০টা নাগাদ ওই সেন্টারের শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভে সামিল হয় তারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে শিশুদের উন্নত মানের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার প্রদান করতে হবে। এ প্রসঙ্গে ওই স্কুলের শিক্ষিকা জানান, ৩ মাস যাবত তিনি কোনো টাকা পাচ্ছেন না। একদিকে চড়া দামে বিকোচ্ছে ডিম, অন্যদিকে শেষ হয়ে গিয়েছে ডাল। এসব কারনেই মুলত স্কুলে আগত শিশুদের ফ্যানের ভাত প্রদান করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তিনি।

















