পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পুলিশের উপস্থিতিতে নদী থেকে এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বিদ্যাধরী নদীতে এক মৎস জীবী মাছ ধরতে যায়। নদীতে থাকা কচুরিপানার দিকে নজর যেতেই চক্ষু একেবারে চড়কগাছ। সেখানে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে সে। দ্রুত পারে ফিরে বিষয়টা স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা বিষয়টা দেগঙ্গা ও শাসন থানায় জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধারকার্য শুরু করে। নদীতে কচুরিপানা থাকায় মৃতদেহ উদ্ধারকার্যে বেগ পেতে হয়। এরপর প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় কচুরিপানায় আটকে থাকা পচা গলা দেহ উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় মৃতদেহটির পরনে ছিল কালো জ্যাকেট। পীঠে ছিল একটি ব্যাগ। দেগঙ্গা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের পরিচয় একইসাথে ওই ব্যাক্তির মৃত্যুর আসল কারন কি- জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

















