সরকারী স্কুলে লিফট চালু
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে প্রথম সরকারি স্কুলে লিফটের ব্যবস্থা চালু হলো বাগুইহাটি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর স্কুলে। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কথা মাথায় রেখে এই লিফটের ব্যবস্থা। এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্ণা রায়ের বোন চিত্রলেখা মল্লিক তারই দেওয়া অর্থানুকূলে ও বর্তমান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকান্ড আজ সফল পেয়েছে। স্কুলে প্রথম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সংখ্যা ছিল অনেকে, তাদের পঠন শ্রেণীতে পৌঁছানোর অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী।এছাড়া তিনি আরো বলেন যে এই স্কুলকে আধুনিকীকরণ করার পাশাপাশি শিক্ষার শিক্ষার মান উন্নয়নের দিকে তাদের বিশেষ নজর রয়েছে, আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মহকুমা শাসক সুমন পোদ্দার, জয়েন্ট কমিশনার বিভাস কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষার স্কুল পরিদর্শক বাদল কুমার পাত্র, বিধাননগর পৌরণীগমের শিক্ষা দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাজেশ চিরিমার, চিত্রলেখা মল্লিক সহ আরও অনেকে।













