অন্তরদীপন সোসাইটির পূর্তি অনুষ্ঠান
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সালটা ২০১২ ছিল, এখন ২০২৪, ঘটনাচক্রে অন্তরদীপন সোসাইটি ১২ বছর পূর্তি করল এই বছর, যুগ যাপনের এই বছরে অন্তরদীপন সোসাইটির ভাবনা সারা বর্ষব্যাপী নাট্যচর্চায় যুগযাপন করার, সেই ভাবনার প্রথম পর্ব অনুষ্ঠিত হলো ২৫শে জানুয়ারি ২০২৪ লোকসংস্কৃতি ভবনের ছোট হলে, ২৫ শে জানুয়ারি দিনটি বিশেষভাবে উল্লেখ্য কারণ মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উদ্বোধনী একক নাটক ছিল “বীরাঙ্গনা জনা”, নাট্যরূপ ডক্টর অপূর্ব দে, নির্দেশনা মৃত্যুঞ্জয় দাস, আবহ মৌ সাঁধুকা, মঞ্চ সঞ্জয় রক্ষিত, আলো ভুটান, একক অভিনয়ে পূর্ণা পাল, প্রযোজনা অন্তরদীপন সোসাইটি, এরপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল “প্রসঙ্গ মধুসূদন” যেখানে অমূল্য বক্তব্য রেখেছেন নাট্যকার শিবঙ্কর চক্রবর্তী মহাশয় এবং নাট্যকার নির্দেশক নাট্য গবেষক ও অভিনেতা অপূর্ব দে মহাশয়, এরপর প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে আগত বিভু ভট্টাচার্য নির্দেশিত ত্রিপুরা থিয়েটার আগরতলা প্রযোজিত নাটক “মতিজানের মেয়েরা” মঞ্চস্থ হয়, অন্তরদীপন সোসাইটির যুগযাপনের প্রথম পর্বের সূচনায় দুই রাজ্যের বন্ধুত্ব পূর্ণ মেলবন্ধন পানিহাটি অঞ্চলে একটা আলোড়ন সৃষ্টি করেছে













