আয়ুর্বেদ স্বাস্থ্য পরীক্ষা শিবির মধ্যমগ্রামে
দাবদাহ লাইভ, বারাসাত, তৃপ্তি সেনগুপ্তঃ প্রতি বছরের ন্যায় এ বছরও ২৯শে জানুয়ারি অ্যাসোসিয়েশন অফ মধ্যমগ্রাম মেডিকেল এক্টিভিটিস-এর উদ্যোগে মধ্যমগ্রাম জনকল্যাণ ময়দানে মহাসমারোহের সাথে অনুষ্ঠিত হলো আয়ুর্বেদ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কার্যক্রম। পশ্চিমবঙ্গ সরকার শ্যামাদাস বৈদ্য শাস্ত্র পাঠ ও উত্তর ২৪ পরগনা আয়ুর্বেদ দপ্তরের ডাক্তারদের সহযোগিতায় এই চিকিৎসা শিবির বলে জানা যায়। বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরের প্রধান উদ্যোক্তা কৃষ্ণেন্দু সেনগুপ্ত সাংবাদিক বৈঠকে জানান, দুস্থ প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও বৃদ্ধ-বৃদ্ধাদের যষ্টি প্রদান করা হয়। ডাক্তারবাবুরা জানান বিভিন্ন জটিল রোগ থেকে মানুষকে মুক্তির জন্য আমাদের প্রচেষ্টা চলছে। এই চিকিৎসায় কোন সাইডএফেক্ট নেই এবং স্বল্প ব্যয়ে হয়। সরকারি আয়ুর্বেদ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত থেকে মানুষকে পরিষেবা দেন এই সংগঠনের মাধ্যমে(আমরা)। দুপুরে সকলকে মধ্যাহ্নভোজ ও উপহার দেওয়া হয় বলে জানা যায়। এই মহৎ কর্মকান্ডে উপস্থিত ছিলেন উপ-পৌর প্রধান প্রকাশ রাহা, স্বপন বসু, ডাক্তার মানবেন্দ্র ভৌমিক, বিভাস সেনগুপ্ত প্রমুখ ব্যক্তিত্বরা।

















