বাগদা ট্রাফিক গার্ড ভবন উদ্বোধন
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ যত দিন যাচ্ছে রাস্তায় যানবাহনের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। একইসাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পথ দূর্ঘটনা। সরকারি নিষেধাজ্ঞাকে এক প্রকার উপেক্ষা করেই চলছে যানবাহন। ফলে বাড়ছে দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা এলাকায় নির্মান করা হয় বাগদা ট্রাফিক গার্ডের একটি ভবন। এদিন দুপুর একটা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ওই নতুন ভবনের দ্বার উদঘাটন করেন বনগাঁর পুলিশ সুপার জয়িতা বোস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, বেপরোয়াভাবে যান চলাচল ও দূর্ঘটনা এড়াতে বনগাঁ বাগদা রোডে ট্রাফিক গার্ড এর প্রয়োজন ছিল। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় বাগদার জন্য ট্রাফিক গার্ডের একটি নতুন অফিস করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী ৪ঠা অক্টোবর থেকে অফিস তৈরির কাজ শুরু হয়। শেষমেশ এদিন ওই নতুন ভবন উদ্বোধন করা হয়। তিনি এও বলেন, বাগদা যাতে দূর্ঘটনামুক্ত হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে সবরকম নিয়মশৃঙ্খলা মেনে চলা হবে। মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ, সেভ লাইফ ক্যাম্পেনকে সম্পূর্ণরূপে সফল করার লক্ষ্যে তাদের ওই উদ্যোগ। সাধারণ মানুষ এতে উপকৃত হবে বলে আশাবাদী তিনি।

















