Banner Top

প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে পূজাপাঠ

                      দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব দিবসে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার অন্তর্গত বিভূতিভূষণ হল্ট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন দোগাছিয়া মনমোহনপুরে স্থাপিত প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে অনুষ্ঠিত হয় পূজাপাঠ। সোমবার সকালে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী সর্বাত্মানন্দ জি মহারাজ ওই আশ্রম তথা মন্দিরের দ্বার উদঘাটন করেন। এরপর ওই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী দেবেশানন্দ জী মহারাজ প্রদীপ প্রজ্বলন করে পূজা পাঠের শুভ সূচনা করেন। সকলের মঙ্গল কামনার্থে চলে পূজা পাঠ, যাগযজ্ঞ, মঙ্গল আরতী। শেষে চলে প্রসাদ বিতরন পর্ব। এদিন পূজা স্থানে বহু দূর দুরান্ত থেকে আগত বিভিন্ন মঠ মিশনের সাধু সন্ত ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া।

প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে পূজাপাঠ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment