কবিতার বই ও পত্রিকা প্রকাশ
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত তিতুমীর সভাগৃহে আলোর পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এক গুচ্ছ ভিন্ন ভিন্ন কবির বই প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে দত্ত পুকুরের কবি বরুণ হালদার সহ বসিরহাটের শিক্ষারত্ন পুরস্কৃত ও সহকারী শিক্ষক মহাদেব পাত্র সহ পার্থ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবিতা পাঠ করেন। উল্লেখ্য, আলোর সন্ধান পত্রিকার সম্পাদক সরবত আলি মণ্ডলের উদ্যোগে এই কবিতার বইগুলি প্রকাশিত হয় বলে জানা যায়।
নিউজ এক ঝলকে
কবিতার বই ও পত্রিকা প্রকাশ
97%

















