ছাঙ্গু লেকের জল বরফ, পর্যটকদের ভিড় সিকিমে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ প্রতিবেশী রাজ্য সিকিমে ব্যাপক ঠান্ডা পড়েছে এবার। রীতিমতো তুষারপাত হচ্ছে বলে জানা যায়। সম্প্রতি তাপমাত্রা একেবারেই তলানিতে নেমেছে। সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাতের ঘটনায় ভীড় বাড়ছে পর্যটকদের। ছাঙ্গু লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনেকেই। সিকিমে এখন শুধুই পর্যটকদের ভিড় হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই। এদিকে আবহাওয়া দপ্তর সূত্র জানানো হয়েছে আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বেশকিছু রাস্তাঘাট ঘরবাড়ি বরফের চাদরে আবৃত হয়ে পড়েছে। এই মনোরম দৃশ্য উপলব্ধি করতে প্রচুর পর্যটক সিকিমে পাড়ি দিচ্ছেন। সিকিম যেন পর্যটকদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। আবার জানুয়ারি শেষেও গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সিকিমে তুষারপাত হবার সম্ভাবনা এখনও রয়েছে, হতে পারে বৃষ্টিপাত। তুষারপাত হলে স্বাভাবিকভাবেই সমতল এলাকাগুলিতে তাপমাত্রা নেমে যাবে। বিভিন্ন জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশার দাপট সাথে কনকনে উত্তরা হাওয়া, ঠান্ডায় জুবিথুবু উত্তরবঙ্গ। প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে, আগামী কয়েক দিন জলপাইগুড়ি, শিলিগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়বে।

















