শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ এদিন ভারতবর্ষের বিভিন্ন স্থানে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। শিলিগুড়িতেও উদযাপিত হয়েছে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডে ৭৫ প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো। এদিন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন করলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ এবং সভাপতি কমল কুমার কর্মকার। আজ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবনী দত্ত জানান আমি গর্বিত আমি একজন ভারতবাসী। আজকের দিনটি আমাদের কাছে এক আলাদা দিন। সারা বিশ্বের কাছে ভারতবর্ষ পরিচিত। তাই এই দেশের প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি নিজে ভারতবাসী হিসাবে যেমন গর্বিত তেমনি ।এদিন আরো উপস্থিত ছিল ওয়ার্ডের ছোট ছোট ছেলেমেয়েরা, এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। উপস্থিত সকলে একসাথে জাতীয় সংগীত পরিবেশন করেন।

















