জেলায় প্রজাতন্ত্র দিবস পালন
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ এক ভাবগম্ভীর পরিবেশে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীর পতাকা উত্তোলন মধ্য দিয়ে উদযাপিত হয় উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের উদ্দ্যোগে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন জেলা আরক্ষাধ্যক্ষ ভাস্কর মুখার্জী, অতিরিক্ত জেলা শাসক মনীষ মিশ্র, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, মহকুমা শাসক সোমা সাউ, আই সি শুভ্র সান্যাল ও জেলা পদাধিকারী সহ জেলা আধিকারিকবৃন্দ। পুলিশ বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ ও তোপধ্বনি এই অনুষ্ঠানের মাত্রা বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন বিদ্যালয়, ক্লাব সংগঠনের সাংস্কৃতিক উপস্থাপনা মন ছুয়ে যায়। বিভিন্ন বিভাগীয় প্রতিযোগীদের হাতে শংসাপত্র সহ ট্রফি তুলে দেন জেলা শাসক ও পদাধিকারিগণ। স্টেডিয়াম পরিপূর্ণ ছিল দর্শকাসনে। জেলা তথ্য ও সংষ্কৃতি আধিকারিক পল্লব পাল ও প্রসেনজিৎ মণ্ডলের দক্ষ সঞ্চালনায় এই অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় এনে দিয়েছে বলে দর্শকবৃন্দের অভিমত।

















