Banner Top

দেশের দীর্ঘতম সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি 

                         দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ দেশের বৃহতম অটল বিহারী সেতু উদ্বোধন করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক বা অটল বিহারি বাজপেয়ী সেতু দেশের দীর্ঘতম সমুদ্রসেতু আর বিশ্বের বারোতম। উদ্বোধন হওয়ার সাথে সাথেই এই সেতু রেকর্ড যেমন ভেঙেছে, তেমনি গড়েওছে। প্রায় ২২ কিমি দীর্ঘ এই সেতুর সাড়ে সোলো কিমিই সমুদ্রের উপরে। সেন্ট্রাল মুম্বইকে যোগ করেছে নভি মুম্বইয়ের সাথে। যোগ করেছে মুম্বই আর নভি মুম্বই এয়ারপোর্টকে, যোগ করেছে দুই প্রান্তের মুম্বই আর জওহরলাল বন্দরকে। দু-ঘন্টার রাস্তার সময় কমিয়ে এনেছে ২০ মিনিটে। ১৭টা আইফেল টাওয়ারের সমান মজবুতি স্টীল আর ৪টে হাওড়া ব্রিজের সমান এই গঠন। এই ব্রিজ এক বিশ্বরেকর্ড। কিন্তু এত সব কেজো রেকর্ডের মাঝে বিশেষত্বটা কোথায়? কারণ হলো নভি মুম্বই-এর সেওরি অঞ্চল হলো পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। প্রায় ১.২ লাখ ফ্লেমিংগো পাখি প্রতিবছর আসে। সেওরির ওপর দিয়ে যাওয়া ব্রিজের সেই অংশের দু-ধারে বেরিয়ার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে গাড়ির আওয়াজ সামুদ্রিক পরিবেশকে বিঘ্নিত করতে না পারে। এমনকি ব্রিজের দীর্ঘ অংশ বিশেষ এক রঙে মোড়া, যাতে ফ্লেমিংগোদের চলাচলে অসুবিধা না হয়। আর এতসব খুঁটিনাটি যার মস্তিস্ক প্রসূত, তিনি হলেন সত্যেন বোস, মেঘনাদ সাহা, মণি ভৌমিকদের দেখানো পথের এক অখ্যাত বাঙালি পথিক! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ প্রথম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর জিও-টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ প্রথম। বর্তমানে মুম্বাই -৩র সিভিল ইঞ্জিনিয়ারিং- এর বিভাগীয় প্রধান প্রফেসর দীপঙ্কর চৌধুরী। ইঁট-বালি-সিমেন্ট-রডের দুনিয়ায় থেকেও যে পরিবেশ গত ভাবনার বিষয়ে সাধারণের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে।

দেশের দীর্ঘতম সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment