Banner Top

কাকদ্বীপ নোনা থিয়েটারের নাট্যোৎসব

                              দাবদাহ লাইভ, কাকদ্বীপ, অনন্ত চক্রবর্তীঃ  দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৭জানুয়ারি কাকদ্বীপ নোনা থিয়েটার-এর উদ্যোগে শুরু হয়েছে ৩১তম নাট্যোৎসব – ২০২৪। এবারের উৎসবের “মঞ্চ” উৎসর্গীকৃত হয়েছে ভারতীয় গণনাট্য আন্দোলনের অন্যতম প্রবাদপুরুষ প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরী-র স্মৃতিতে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের এডিও অভিজিৎ চ্যাটার্জী বিশেষ কারণে আসতে না পারায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক শ্যামসুন্দর জানা। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে থিয়েটার-এর প্রসার ঘটাতে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমল চট্টোপাধ্যায় ও তপনকুমার হাজরা। কাকদ্বীপ নোনা থিয়েটার-এর নতুন প্রযোজনা ‘ভূতের কেত্তন’ অভিনীত হয়েছে ৩১তম নাট্যোৎসবের এই আসরে। রচনা ও নির্দেশনা প্রবাল মুখোপাধ্যায়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় পনেরোটি নাট্যদল অংশ নিয়েছে। উৎসব শেষ হবে ২৬শে জানুয়ারি।

কাকদ্বীপ নোনা থিয়েটারের নাট্যোৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment