কাকদ্বীপ নোনা থিয়েটারের নাট্যোৎসব
দাবদাহ লাইভ, কাকদ্বীপ, অনন্ত চক্রবর্তীঃ দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৭জানুয়ারি কাকদ্বীপ নোনা থিয়েটার-এর উদ্যোগে শুরু হয়েছে ৩১তম নাট্যোৎসব – ২০২৪। এবারের উৎসবের “মঞ্চ” উৎসর্গীকৃত হয়েছে ভারতীয় গণনাট্য আন্দোলনের অন্যতম প্রবাদপুরুষ প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরী-র স্মৃতিতে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের এডিও অভিজিৎ চ্যাটার্জী বিশেষ কারণে আসতে না পারায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক শ্যামসুন্দর জানা। বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে থিয়েটার-এর প্রসার ঘটাতে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমল চট্টোপাধ্যায় ও তপনকুমার হাজরা। কাকদ্বীপ নোনা থিয়েটার-এর নতুন প্রযোজনা ‘ভূতের কেত্তন’ অভিনীত হয়েছে ৩১তম নাট্যোৎসবের এই আসরে। রচনা ও নির্দেশনা প্রবাল মুখোপাধ্যায়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় পনেরোটি নাট্যদল অংশ নিয়েছে। উৎসব শেষ হবে ২৬শে জানুয়ারি।

















