বাবাজীর আবির্ভাব মহোৎসবে ভক্তবৃন্দের সমাগম বারাসাত যোগাশ্রমে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বৈদিক মঙ্গলাচরণ সহকারে ৬০টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পরমারাধ্য গুরুদেব অনন্তশ্রী বিভূষিত রাজযোগাচার্য স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ বাবাব্জীর ৬০তম আবির্ভাব মহোৎসবের উদ্বোধন হয় উঃ ২৪ পরগণা জেলার শ্রীশ্রী বারাসাত যোগাশ্রমে। এই উপলক্ষ্যে এক শোভাযাত্রার অয়োজনও করা হয়। এই উদ্দ্যেশে তিন দিনে বাউল কীর্ত্তন, নৃত্য ও ভক্তি সংগীত সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তবৃন্দের সমাগম। মানব জীবনে ধর্মই প্রকৃত বন্ধু ও নিষ্কাম মনে গুরুসেবা পরম ধর্ম বলেও জানান বাবাজী। তিনি আরও জানান, প্রত্যেক মানুষের মধ্যে আত্মরুপী ঈশ্বরকে দেখার চেষ্টা করলে বৈরিতা কমবে ও প্রেম জাগবে। সনাতনী চেতনায় ভক্তবৃন্দের মনন শক্তির দৃঢ়তাই নৈতিক চেতনার জাগরণ ও আধ্যাত্মিক চেতনার উন্মেষের পথ বলে জানা যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসাত পৌর সভার পারিষদ সদস্য সহ পৌরপ্রধান অশনি মুখার্জী ও রামকৃষ্ণ মিশনের স্বামী অঘোরাত্মানন্দ মহারাজজী।

















