বিজেপির উদ্দ্যোগে শীতবস্ত্র প্রদান খড়দহে
দাবদাহ লাইভ, রহড়া, শ্যামল কর ও প্রশান্ত সাহাঃ নরনারায়ণ সেবাই ভারতীয় জনতা পার্টির সব চাইতে বড় কাজ বলে জানান উত্তর কোলকাতা জেলা বিজেপি সভাপতি অরিজিত বক্সী। রহড়া বন্দীপুর ও পাতুলিয়া ঠাকুর কলোনির এক সভায় পঞ্চাশ জনের বেশী মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের আহ্বায়ক শীল ভদ্র দত্ত, সমাজসেবী জয় সাহা, সহ সভাপতি প্রশান্ত ঘোষ, শক্তি কেন্দ্রের প্রধান চঞ্চল কুমার শীল, অতুল ধর, বুথ সভাপতি রাজু দাস, পঙ্কজ কুমার দে, সুজয় ঘোষ, শামিরুল আলি মণ্ডল, সুপ্রিয় বিশ্বাস ও বিভাস দে। উল্লেখ্য, এই অনুষ্ঠানের মূল উদ্দ্যোক্তা খড়দহ মণ্ডল সহ সভাপতি সমীর গোস্বামী ও সভাপতি পরিতোষ বিশ্বাস।













