খাদ্য মেলা ২০২৪ নাটাগড়ে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ উত্তর ২৪ পরগণা জেলার বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতে নাটাগড় মহিষপোতা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয় খাদ্য মেলা ২০২৪। এই মেলায় কেবলমাত্র দশম শ্রেণীর ছাত্রীরাই খাদ্য তৈরী প্রণালী শিখে এখানে স্টল করে রীতিমত বিক্রি করছেন। পিঠে পুলি ও ফুচকা সহ নানা তৈরী পদ বিক্রির এই মেলা প্রাঙ্গণে সকলের মধ্যে এক আনন্দ অনুভূতি লক্ষ্য করা গিয়াছে। অনুমতি সাপেক্ষে এখানে প্রবেশ করতে পারবেন। মূলত অভিভাবক ও অভিভাবিকারাই তৎসহ শিক্ষক শিক্ষিকারাই এই মেলার ক্রেতা। এই অভিনব খাদ্য মেলায় ছাত্রীদের মধ্যে নতুন উৎসাহ পরিলক্ষিত হয়। এ এক অন্য পরিবেশ। খাদ্য স্টলে যারা অংশ নিয়েছেন তারা হলেন তোরা যাদব, প্রীতিকা মণ্ডল, বর্ষা গাইন, সঙ্গীতা পাত্র, প্রীতি বড়ুয়া, লক্ষী সিং, ইশা পারভিন, তৃষা সিকদার, স্বস্তিকা দাস, সোহিলী ভট্টাচার্য ও পায়েল ঘোষ। প্রবীণ শিক্ষিকা সিতারা হোসেন সহ দিদিমণিদের সহযোগিতায় এই মেলা সফল হয়েছে বলে ছাত্রীরা এক বাক্যে জানালেন। উল্লেখ্য, ছাত্রীদের উদ্যোগে এই ধরণের খাবারের মেলা এই প্রথম বলে জানা যায়।

















