ইংরাজী মাধ্যম চালু পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে
দাবদাহ লাইভ, বারাসাত, তৃপ্তি সেনগুপ্তাঃ ৩ জানুয়ারি উদ্বোধন হলো পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের ইংলিশ মিডিয়াম। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বাংলা মিডিয়ামের পাশাপাশি চলবে ইংলিস মিডিয়াম। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য, পৌর প্রধান অশনি মুখোপাধ্যায়, সি আই সি অরুণ ভৌমিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার এবং প্রাক্তন শিক্ষক তথা স্কুলের ভিত্তি স্থাপক সুনীল বিশ্বাস। সকলের বক্তব্যে এটাই উঠে আসে যে এই স্কুলের অনেক কম বেতনে পড়তে পারবেন। প্রদীপ প্রজ্জালনে ও উদ্বোধনী সংগীতের সাথে এই উদ্বোধন। সকলের বক্তব্যের তাৎপর্য ছিল সোসাইটির সাপোর্টে যে কোন সংগঠনের সুনাম ও উন্নয়ন নির্ভর করে।

















