বারাসাতে মাইনোরিটিস কমিশনের সভা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ ১১ ই জানুয়ারি বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ হলে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাইনোরিটি অফ কমিশনস পশ্চিম বঙ্গ এর কমিশনার আহমেদ হাসান (চেয়ারম্যান এক্স এমপি), মাইকেল শাহেন ভার্ট (ভাইস চেয়ারম্যান ও এক্স এম এল এ), মিসেস শেহেনাজ কোয়াড্রি (মেম্বার), সতনাম সিং আলুওয়ালিয়া (মেম্বার), জাইদুল ইসলাম খান (মেম্বার) প্রমুখ ব্যক্তিত্ব। এসসি, ওবিসি, এসটি ছাড়াও শিখ, বুদ্ধিস্ট, খ্রিস্টানরাও মাইনরিটি এর অন্তর্ভুক্ত। মাইনোরিটিশদের জন্য বিভিন্ন স্কীম এবং সেইসব স্কিমে তাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের সাথে তারা এটাও বলেন যে সমীক্ষায় দেখা গেছে এই মাইনরিটিসরা আগের চাইতে অনেক উপকৃত হয়েছে, সংখ্যায়ও এগিয়েছে। আগামী দিন রাজ্য সরকার চেষ্টা করবে আরো যাতে মাইনোরিটিদের উন্নয়ন বর্ধিত হয়।

















