Banner Top
সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী
             দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর পরিচালিত আগরপাড়ার স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমিতে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সারম্বরে পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী। এক শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর হয় পূজা-পাঠ পর্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এক হাজারেরও বেশি পড়ুয়াসহ তাদের অভিভাবকেরা। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ জানান, যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর কর্তৃক পরিচালিত আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমীতে এদিন তারা পালন করেছেন। একটি শোভাযাত্রার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেখানে এক হাজারেরও বেশি পড়ুয়া ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সমগ্র সমস্যার সমাধান করে গেছেন। দুর্ভাগ্যের বিষয় আমরা ভারতবাসী হয়ে তার বানীগুলোকে অনুসরণ করি না। স্বামীজির আদর্শ প্রত্যেকের অনুসরণ করা উচিত, যার মূল কথা শিব জ্ঞানে জীব সেবা। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক জীবের মধ্যে ভগবান বিরাজমান এই বার্তাই প্রেরণ করতে চেয়েছেনসমাজের বুকে। সম্মান এর সাথে যদি ছোট-বড়, ধনী-দরিদ্র প্রত্যেকের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করা যায়, তাহলে সমাজের বুক থেকে মুছে যাবে সকল বিভেদ, বিরাজিত হবে কেবল ঐক্য। বর্তমানে দেশ তথা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নামে, ধর্মের নামে যে মতানৈক্য, বিভেদ চলছে তা বিনষ্ট হবে। ফলস্বরূপ ভারতবর্ষ পুনরায় সুন্দর হয়ে উঠবে। তবেই হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনের স্বার্থকতা। এমনই মনোভাব এদিন পোষণ করেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক।

বিবেক দিনে ফুটবল টুর্ণামেন্ট

বিবেক দিনে ফুটবল টুর্ণামেন্ট

বিবেক দিনে ফুটবল টুর্ণামেন্ট

              দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ  বিবেকানন্দের জন্মদিনে বিকাল থেকে বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টার এবং স্টার স্পোর্টিং ক্লাব এর মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  আয়োজক অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, কিছু অর্বাচীন ব্যক্তি স্বামী বিবেকানন্দের বাণীর গুরুত্ব না বুঝতে পেরে অহেতুক বিতর্ক সৃষ্টি করতে চেয়েছে। ফুটবলকে যারা বেশি গুরুত্ব দেন তারা কমিউনিষ্ট প্রোডাক্ট হতে যাবেন কেন ? বরং স্বাধীনতার প্রাক্কালে বাঙালিকে সমস্ত অলসতা কাটিয়ে শরীরচর্চার বিষয়ে উদ্বুদ্ধ করতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির কথার মর্মার্থ হলো ফুটবল বা খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ রাখতে পারলে তবেই সেই ব্যক্তি ভাগবত গীতার সারমর্ম বা জীবনদর্শন গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, আজকের দিনেও শারীরিক সুস্থতা ও চরিত্র গঠনের জন্য ফুটবল খেলা ও গীতাপাঠ সমান ভাবে গুরুত্বপূর্ন। বিজয়ী ও বিজিত দলকে ট্রফির সাথে ভারতের সংবিধান, ভগবত গীতা এবং রামায়ণ দেওয়া হবে।  রামায়ণ দেওয়ার কারণ হিসেবে আগামী 22শে জানুয়ারী হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় চলো কর্মসূচিকে সম্ভবত সামনে আনতে চাইছে হিন্দু মহাসভা।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment