বানচাল নাবালিকা পাচারের ছক ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ শিক্ষা, কর্ম, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান সহ সমগ্র বিষয়ে হওয়া দুর্নীতি নিয়ে যখন উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঠিক সেই সময় পাল্লা দিয়ে বেড়েছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। যার প্রভাবে আতঙ্ক বিস্তার করেছে জনজীবনে। বিভিন্ন প্রাণী এমনকি দ্রব্য সামগ্রী পাচারের পাশাপাশি পাচারকারী তথা অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রেহাই পায়না মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে বেআইনি পাচারের কর্মকান্ডের পাশাপাশি উঠে আসে মানব পাচারের ঘটনা। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগড় থানার এস.বি পথ এলাকায় ঘটে যাওয়া এমনই এক ঘটনা তুলে ধরা হল। যার জেরে এলাকাবাসী তথা সাধারণ মানুষের মনে ছড়িয়েছে আতঙ্ক। ভীন রাজ্য থেকে নিয়ে আসা এক নাবালিকাকে পাচারের পরিকল্পনা করছিল এক পাচারকারী। বিষয়টি নজরে আসতেই সমস্ত পরিকল্পনা বানচাল করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের কথায়, এদিন সকালে এক নাবালিকাকে সাথে নিয়ে এলাকায় ইমিটেশন এর গহনা বিক্রি করতে দেখা যায় এক বিক্রেতাকে। নাবালিকার চোখেমুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়। আচমকা ওই নাবালিকা এলাকার মহিলাদের সাথে কথা বলতে শুরু করে। সে জানায়, তারা বিহারের বাসিন্দা। সে দিন আনতে পান্তা ফুরায় এমন এক পরিবারের মেয়ে। কাজ দেবার প্রলোভন দেখিয়ে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ওই বিক্রেতা তাঁকে ঔরঙ্গাবাদ থেকে টিটাগড়ে নিয়ে এসেছে। বিহার থেকে তাঁকে নিয়ে আসার সময় বিক্রেতার ব্যবহার ছিল স্বাভাবিক। গতকাল থেকে তাঁর ব্যবহার যথেষ্ট সন্দেহজনক, এমনকি তাঁকে অন্যত্র পাচারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় নাবালিকা। এহেন কথা শুনে স্থানীয়রা ওই নাবালিকা ও অভিযুক্ত ব্যাক্তি অর্থাৎ ইমিটেশন গহনা বিক্রেতাকে ধরে স্থানীয় এক ক্লাব ঘরে বসিয়ে রেখে টিটাগড় থানায় খবর দেয়। খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ওই নাবালিকা সহ ইমিটেশন বিক্রেতাকে টিটাগড় থানায় নিয়ে যায়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানায় টিটাগড় থানার পুলিশ।

















