পুলিশের হেফাজতে নকল পুলিশ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ স্বপ্ন পূরণ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় এক নকল পুলিশ ইন্সপেক্টর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের কালিয়ানী এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এলাকায় টহলদারি করছিল দেগঙ্গা থানার পুলিশ কর্মীরা। সেই সময় পুলিশ ইন্সপেক্টরের পোশাক পরিধান করা এক যুবককে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করতে দেখে সন্দেহ হয় সেই পুলিশ কর্মীদের। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর পুলিশের পোশাক ধারী পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় দেগঙ্গা থানার পুলিশ। ধৃত পুলিশ ইন্সপেক্টর আসলে ব্যারাকপুর মহকুমার খরদহ থানা এলাকার বাসিন্দা ২৭ বছরের শেখ নাদিম হোসেন। পুলিশি জেরার মুখে ধৃত জানায়, পুলিশ হবার স্বপ্ন ছিল তাঁর ছেলেবেলা থেকে। কিন্তু পুলিশ বিভাগে চাকরি না পাওয়ায় তাঁর স্বপ্ন থাকে অপূর্ণ। আর সেই স্বপ্ন পূরণ করতেই ব্যারাকপুর থেকে পুলিশের পোশাক কেনে সে। এরপর সেই পোশাকে পুলিশ সেজে বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ অর্থাৎ তোলা আদায় করতো সে। নকল পুলিশ ইন্সপেক্টর সেজে প্রতারণা ও ভয় দেখিয়ে তোলা আদায় করার অপরাধে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দেগঙ্গা থানার পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হয়। বিষয়টি বিবেচনা করে বিকেল ৫ টা নাগাদ ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। ধৃত কতদিন যাবত ওইরূপ জঘন্য কর্মকান্ড চালাচ্ছিল, তাঁর ওই কর্মের সাথে আর কেউ যুক্ত আছে কিনা, তদন্ত সাপেক্ষেই সম্পূর্ণ বিষয়টি জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ।
পুলিশের হেফাজতে নকল পুলিশ
0%

















