Banner Top

প্রয়াত গোবরডাঙার জনপ্রিয় কমিউনিষ্ট নেতৃত্ব
                   দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতাঃ  ৮ জানুয়ারি, বিকেল সাড়ে ৪টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙার বর্ষীয়ান, লড়াকু কমিউনিষ্ট নেতা আকবর মণ্ডল। দীর্ঘদিন ট্যাক্সমাকোয় কর্মরত ছিলেন। অবসরের পরও আমৃত‍্যু  সমান তালে সামনে চলেছিলেন পার্টির দায়িত্ব, প্রকাশ‍্য জনসভায়, জনদরদী কাজে, পথে-ঘাটে মিছিলের অন‍্যতম মুখ শ্রীমণ্ডল। স্ত্রী প্রয়াত আকিলা মণ্ডল ছিলেন তাঁর যোগ‍্য সহধর্মিণী। নিজ গুণে কৃতী তিন সন্তান-  শেখ রিজিয়া, রাবেয়া রহমান এবং নাট‍্যব‍্যক্তিত্ব মহঃ সেলিম। তার সাহস, আদর্শের প্রতি দায়বদ্ধতা কমরেডসুলভ আচরণ  ওনাকে ব্যতিক্রমী করেছে।প্রতিদিন গোবরডাঙা স্টেশন চত্বরে তার বিচরণ ছিল তাঁর প্রিয় সাথীদের খোঁজ খবর নেবার কারণে। একজন প্রকৃত কমরেডের চলে যাওয়া আম মানুষকে নিস্ব, রিক্ত করলো। আকবর মন্ডল গোবরডাঙা সহ বৃহত্তর হাবরার কমিউনিস্ট আন্দোলনের এক উজ্জ্বল নাম। এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান কমরেড মন্ডল ১৯৬৯ সালে পার্টির সদস্যপদ লাভ করেন। সাতের দশকের কালো দিনগুলিতে সিপিআইএম পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। নকশালের আক্রমণ থেকে প্রাণ বাঁচিয়ে, নির্মম পুলিশী নির্যাতনেও দমেন নি কমিউনিস্ট আন্দোলনের এই লড়াকু সৈনিক। ট্যাক্সমাকো কারখানার শ্রমিক হিসাবে শ্রমজীবী মানুষের আত্মীয় হয়ে ওঠেন তিনি। রেল হকার সহ গরীব মানুষের লড়াইয়ে সামনে থেকে লড়াই করা এই প্রবীণ নেতা শেষ দিন পর্যন্ত রাস্তায় ছিলেন। তাঁর প্রয়াণে গোবরডাঙ্গা সহ পার্শ্ববর্তী অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। এই বটবৃক্ষ চলে যাওয়ায়  দুর্বল হল গরিব মানুষের লড়াই। 

প্রয়াত গোবরডাঙার জনপ্রিয় কমিউনিষ্ট নেতৃত্ব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment