Banner Top

চাঁদপাড়া অ্যাক্টো’র অঙ্গনে গড়িয়া অশনি’র নাট্যোৎসব

      দাবদাহ লাইভ, কোলকাতা, অনন্ত চক্রবর্তীঃ  কলকাতা গড়িয়ার অন্যতম নাট্যদল অশনি নাট্যম-এর পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষ্যে ৬ ও ৭জানুয়ারী দু’দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন চাঁদপাড়া বিএম পল্লীর অ্যাক্টো’র স্নেহলতা স্মৃতিমঞ্চে। ‘অশনি নাট্যম্ পঞ্চাশ, জ্বলুক মশাল একরাশ !’ — এই স্লোগানকে পাথেয় করেই তাদের এবারের আয়োজন। নাট্যাভিনেত্রী দীপা ব্রহ্ম’র স্মৃতিতে উত্তর ২৪ পরগনার এই জেলা নাট্যোৎসবে নিমতা ‘ভাবনা’ -র স্বীকারোক্তি, গোবরডাঙ্গা ‘নকসা’-র হুলো, আয়োজক সংস্থা গড়িয়ার ‘অশনি নাট্যম্’-এর কলমওয়ালা, পানিহাটি ‘সায়ূধ’-এর টারগেট, গোবরডাঙ্গা ‘স্বপ্নচর’ -এর এলারামের ঘড়ি ও চাঁদপাড়া ‘অ্যাক্টো’ প্রযোজিত পাকে বিপাকে নাটকগুলি মঞ্চস্থ হয় । অশনি নাট্যম্- এর কর্ণধার প্রদীপ সেনগুপ্ত জানান, “অশনি নাট্যমের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি। আঠারোটি জেলা পরিক্রমা করে জেলার নাট্যকর্মীদের নিয়ে আটটি জেলায় এবার নাট্যোৎসব করবার আমাদের পরিকল্পনা রয়েছে । চাঁদপাড়ায় অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই আপ্লুত।” চাঁদপাড়া অ্যাক্টো নাট্য সংস্থার কর্ণধার সুভাষ চক্রবর্তী কথায়- “বছরভর বহু অনুষ্ঠান আমরা করে থাকি। এই প্রথম আমাদের সংস্থার স্নেহলতা স্মৃতি মঞ্চে বহিরাগত কোন দলের আয়োজনায় নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে । আমন্ত্রিত দলগুলোকে আমাদের শুভেচ্ছা রইলো। এলাকার সুস্থ- সংস্কৃতি প্রসারে আমরা আগামীতেও বিভিন্ন সদর্থক উদ্যোগ গ্রহণ করব ।” এছাড়াও এই উৎসবে এলাকার বিভিন্ন গুণি মানুষ ও প্রথিতযশা সংগঠনকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এলাকার বহু নাট্যমোদী দর্শক সাধারণের উপস্থিতি অনুষ্ঠানে মাত্রাদান করে।

চাঁদপাড়া অ্যাক্টো'র অঙ্গনে গড়িয়া অশনি'র নাট্যোৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment