সমবায় সমিতি তৃণমূলের দখলে
দাবদাহ লাইভ, এগরা, অক্ষয় গুছাইতঃ চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিক দল। তার আগেই বাজিমাত করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় সমবায় সমিতির নির্বাচনে গেরুয়া শিবিরকে কার্যত ধরাশায়ী করলো ঘাসফুল। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের এগরা কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে এলাকায় জমজমাট ছিল। সমবায় সমিতির এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বিরোধীরা ধরাশায়ী হয়ে ঘরে ফিরল। মোট ৮টি আসনের মধ্যে আটটি’তেই তৃণমূল জয়ী। মোট ভোটার ৪৫৪। ভোট পড়েছে ৪২৯টি। এদিন জয়লাভ করার পর তৃণমূলের পক্ষ থেকে সবুজ আবির মেখে মিষ্টিমুখ করানো স্থানীয় কর্মী-সমর্থক-সহ এলাকাবাসীকে। এদিন বিকেলে স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, উপ-প্রধান সঙ্গীতা রায়, বিদ্যাসাগর ব্যাঙ্কের ডিরেক্টর প্রদীপ পাত্র সকলকে অভিনন্দন জানিয়েছেন।

















